Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মরিচবুনিয়া ইউনিয়ন

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পটুয়াখালী বরিশাল বিভাগের একটি সম্ভাবনাময় জেলা। পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়ন অত্র জেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি সদর উপজেলায় কালের স্বাক্ষী হিসাবে দাড়িয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, মন্দির, খেলার মাঠ এবং সরকারি-বেসরকারি অফিস রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করেছে।

 

স্থাপনকাল: ১৯৭৩ সাল

 

01.             উপজেলা হতে যোগাযোগ ব্যবস্থা ও দুরত্ব: সড়ক পথ: ১৭ কি: মি:

02.            আয়তন : ৯.৫০ বর্গ কি: মি:

03.            সীমানা: উত্তরে কোরালিয়া নদী, পূর্বে আউলিয়াপুর খাল, দক্ষিণে কুকুয়ার খাল, পশ্চিমে গুলিশাখালী নদী।

04.             চেয়ারম্যানের নাম ও মোবাইল ফোন নং: মো: আঃ কাদের খান,০১৭১৫০৮২৫৫৩

05.            ইউপি সচিবের নাম ও মোবাইল নং- মুহাঃ শহিদুল ইসলাম, ০১৭১২৯৯১৬৮৪

06.            মৌজার সংখ্যা ও নাম: ০৭টি গুয়াবাড়ীয়া,বরুনবাড়ীয়া, তাফালবাড়ীয়া, মরিচবুনিয়া, বাজারঘোনা, আড়াজী গেরাখালী, পাটুখালী।

07.             গ্রামের সংখ্যা ও নাম: ০৮টিগুয়াবাড়ীয়া,বরুনবাড়ীয়া, তাফালবাড়ীয়া, মরিচবুনিয়া, বাজারঘোনা, আড়াজী গেরাখালী, পাটুখালী।-

08.            মোট জনসংখ্যা- ১৮৪২২ জন, পুরুষ- ৯৪০১, মহিলা- ৯০২১ (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)

09.             মোট ভোটার সংখ্যা-১১০০২ জন।

10.             মোট জমির পরিমান (একরে): মোট- ৭২২৫ একর, এক ফসলী- ১৮০৬ একর, দুফসলী- ৫৪১৮ একর

11.              নলকূপের সংখ্যা: গভীর- ২৬৪টি, অগভীর- ৫টি

12.             শিক্ষার হার- ৪৭.৫৯%

13.            প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- সরকারি- ৭টি, বেসরকারি- ৩টি, রেজি:/কমিউনিটি- ২টি।

14.              নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা- ১টি

15.             মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা- সরকারি- নাই, বেসরকারি- ১টি

16.             কলেজের সংখ্যা- সরকারি- নাই, বেসরকারি- একটি

17.             মাদ্রাসার সংখ্যা- আলিয়া- ০৪টি, কওমী- ০২টি

18.             ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা- মসজিদ- ২৫টি, মন্দির- ৭টি, প্যাগোডা- নাই

19.             রাস্তা/সড়কের পরিমান(কিমি)- পাকা- ৩০ কিমি, এইচবিবি- ২৫কিমি, কাচা- ১০০ কিমি

20.            মোট খানার সংখ্যা- ৩৫০০টি

21.             হাটবাজারের সংখ্যা- ০৩টি

22.            সাইক্লোন শেল্টারের সংখ্যা- ন০২টি

23.           আবাসন ও আশ্রয়নের সংখ্যা ও উপকারভোগী পরিবারের সংখ্যা- ০৩টি

24.             জন্ম নিবন্ধনের সংখ্যা ও শতকরা হার (জানুয়ারি’১২ পর্যন্ত)- ৬২০০ জন, ৪০%

25.            স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী পরিবারের সংখ্যা ও শতকরা হার (জুন/০৯ পর্যন্ত)-  ৪০০০টি, ৯০%

26.            সক্ষম দম্পতির সংখ্যা- ৪১৫৪

27.            পরিবার পরিকল্পনা গ্রহণকারী দম্পতির সংখ্যা শতকরা হার- ২৮৮৪

28.            ব্যাংকের সংখ্যা- নাই।