অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পটুয়াখালী বরিশাল বিভাগের একটি সম্ভাবনাময় জেলা। পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়ন অত্র জেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি সদর উপজেলায় কালের স্বাক্ষী হিসাবে দাড়িয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, মন্দির, খেলার মাঠ এবং সরকারি-বেসরকারি অফিস রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করেছে।
স্থাপনকাল: ১৯৭৩ সাল
01. উপজেলা হতে যোগাযোগ ব্যবস্থা ও দুরত্ব: সড়ক পথ: ১৭ কি: মি:
02. আয়তন : ৯.৫০ বর্গ কি: মি:
03. সীমানা: উত্তরে কোরালিয়া নদী, পূর্বে আউলিয়াপুর খাল, দক্ষিণে কুকুয়ার খাল, পশ্চিমে গুলিশাখালী নদী।
04. চেয়ারম্যানের নাম ও মোবাইল ফোন নং: মো: আঃ কাদের খান,০১৭১৫০৮২৫৫৩
05. ইউপি সচিবের নাম ও মোবাইল নং- মুহাঃ শহিদুল ইসলাম, ০১৭১২৯৯১৬৮৪
06. মৌজার সংখ্যা ও নাম: ০৭টি গুয়াবাড়ীয়া,বরুনবাড়ীয়া, তাফালবাড়ীয়া, মরিচবুনিয়া, বাজারঘোনা, আড়াজী গেরাখালী, পাটুখালী।
07. গ্রামের সংখ্যা ও নাম: ০৮টিগুয়াবাড়ীয়া,বরুনবাড়ীয়া, তাফালবাড়ীয়া, মরিচবুনিয়া, বাজারঘোনা, আড়াজী গেরাখালী, পাটুখালী।-
08. মোট জনসংখ্যা- ১৮৪২২ জন, পুরুষ- ৯৪০১, মহিলা- ৯০২১ (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)
09. মোট ভোটার সংখ্যা-১১০০২ জন।
10. মোট জমির পরিমান (একরে): মোট- ৭২২৫ একর, এক ফসলী- ১৮০৬ একর, দুফসলী- ৫৪১৮ একর
11. নলকূপের সংখ্যা: গভীর- ২৬৪টি, অগভীর- ৫টি
12. শিক্ষার হার- ৪৭.৫৯%
13. প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- সরকারি- ৭টি, বেসরকারি- ৩টি, রেজি:/কমিউনিটি- ২টি।
14. নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা- ১টি
15. মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা- সরকারি- নাই, বেসরকারি- ১টি
16. কলেজের সংখ্যা- সরকারি- নাই, বেসরকারি- একটি
17. মাদ্রাসার সংখ্যা- আলিয়া- ০৪টি, কওমী- ০২টি
18. ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা- মসজিদ- ২৫টি, মন্দির- ৭টি, প্যাগোডা- নাই
19. রাস্তা/সড়কের পরিমান(কিমি)- পাকা- ৩০ কিমি, এইচবিবি- ২৫কিমি, কাচা- ১০০ কিমি
20. মোট খানার সংখ্যা- ৩৫০০টি
21. হাটবাজারের সংখ্যা- ০৩টি
22. সাইক্লোন শেল্টারের সংখ্যা- ন০২টি
23. আবাসন ও আশ্রয়নের সংখ্যা ও উপকারভোগী পরিবারের সংখ্যা- ০৩টি
24. জন্ম নিবন্ধনের সংখ্যা ও শতকরা হার (জানুয়ারি’১২ পর্যন্ত)- ৬২০০ জন, ৪০%
25. স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী পরিবারের সংখ্যা ও শতকরা হার (জুন/০৯ পর্যন্ত)- ৪০০০টি, ৯০%
26. সক্ষম দম্পতির সংখ্যা- ৪১৫৪
27. পরিবার পরিকল্পনা গ্রহণকারী দম্পতির সংখ্যা শতকরা হার- ২৮৮৪
28. ব্যাংকের সংখ্যা- নাই।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS